দেশ বিভাগে ফিরে যান

একদিনে দুই ঘটনায় ভেঙে পড়ল IAF-এর চার্টার্ড বিমান, সুখোই ৩০ এবং মিরাজ ২০০০

January 28, 2023 | < 1 min read

শনিবার এক দিনে IAF-এর তিনটি বিমান দুর্ঘটনার কবলে পড়ল। আজ সকালে রাজস্থানের ভরতপুরে বায়ুসেনার একটি চার্টার্ড বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি, মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়ে IAF-এর দুই যুদ্ধবিমান, একটি সুখোই ৩০ এবং একটি মিরাজ ২০০০।

শনিবার সকালে IAF-এর একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায়। উদ্ধারকাজ শুরু করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আপাতত মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ মেলেনি। বিমানে কত জন ছিলেন, সেটা এখনও জানা যায় নি।

এদিকে মধ্যপ্রদেশে, শনিবার সকালেই বায়ুসেনার আরও দুই সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ ভেঙে পড়ে। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajasthan, #Plane crash, #Madhya Pradesh

আরো দেখুন