কলকাতা বিভাগে ফিরে যান

রাত পোহালেই বইমেলার বোধন, প্রস্তুতি চূড়ান্ত

January 29, 2023 | < 1 min read

আর মাত্র কয়েক ঘণ্টার প্রতীক্ষা। রাত পোহালেই বোধন আন্তর্জাতিক কলকাতা বইমেলার। সোমবার, ৩০ জানুয়ারি শুরু হচ্ছে বইমেলা। প্রস্তুতিও শেষ পর্যায়ে।

সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্যা মন্ত্রী, গিল্ডের কর্মকর্তারা, থাকবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যাযয় ও অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বইমেলার থিম কান্ট্রি স্পেনের মহাপরিচালক বুকস মারিয়া খোসে গালবেজ সালভাদর। মোট ২০টা দেশ এবারের মেলায় অংশগ্রহণ করছে। মেলাপ্রাঙ্গণে থাকছে ৯৫০টি বইয়ের স্টল। এর বাইরে ৭০টি স্টল দেবে বাংলাদেশ।

এবার প্রথম নিজস্ব মাঠ পেয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মোট ৯টা গেট হচ্ছে মেলাপ্রাঙ্গণে। থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা। সুধাংশুবাবু বলেন, ‘‘কোভিডের আগে শেষবার রেকর্ড ভিড় হয়েছিল বইমেলায়। ২৩-২৪ কোটি টাকার ব্যরবসা হয়েছিল। মনে হচ্ছে এবার সেই রেকর্ড ছাপিয়ে যাবে বলে মনে করছে গিল্ড কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট মেট্রো হয়ে যাওয়ার ফলে বইপ্রেমী মানুষদের যাতায়াতে সুবিধা হবে। তাছাড়া থাকবে বাড়তি বাসও।

বেশি সংখ্যক প্রকাশনাকে জায়গা করে দিতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ৫০ স্কোয়ার ফুট স্টল তৈরি হয়েছে এবার। ৫০ স্কোয়ার ফুটের স্টল এর আগে বইমেলায় হয়নি। সর্বনিম্ন হতো ১০০ স্কোয়ার ফুটের। নতুন প্রকাশকদের জন্য ৫০ স্কোয়ার ফুটের প্রায় ৭০টি স্টল করা হয়েছে।

এবার আবোল তাবোলের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে শিশুদের হাতে উপহার হিসাবে হাজারের বেশি বই তুলে দেবে গিল্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata International Book fair, #Kolkata Book Fair, #Book Fair

আরো দেখুন