ফেব্রুয়ারিতে ফিরবে শীতের আমেজ, কী বলছে হাওয়া অফিস
উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে ফিরল শীতের আমেজ। টানা কয়েকদিন তাপমাত্রা ঊর্দ্ধমুখী থাকলেও রবিবার শহরে তাপমাত্রার পারদ পতন ঘটে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। মঙ্গল ও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃহস্পতিবার থেকে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ ও সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ৩১ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি কালিম্পং ও দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার কোনও সম্ভাবনা না থাকলেও ঠান্ডার আমেজ থাকতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক পর্যন্ত।