রাজ্য বিভাগে ফিরে যান

ফের ঊর্ধ্বমুখী পারদ, সপ্তাহান্তে আদৌ ফিরবে কি শীত?

January 31, 2023 | < 1 min read

ফের বাড়তে শুরু করল দিন ও রাতের তাপমাত্রা। সোমবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমেছিল প্রায় দেড় ডিগ্রি। তার ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে ফের শীতের একটা স্পেল দেখা যেতে পারে বাংলায়।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়াল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সারাদিন মেঘমুক্ত আকাশ থাকবে।

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার থাকবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যেতেই হুহু করে উত্তুরে হাওয়া বইবে দক্ষিণবঙ্গে। ফলে ফিরবে শীতের আমেজ। বৃহস্পতিবার থেকে ফের পারদের পতন হবে, যা ৪-৫ দিন স্থায়ী হতে পারে। যদিও জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা কম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal Weather updates, #West Bengal, #Kolkata, #Weather forecast

আরো দেখুন