রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় ফের হাওয়া বদলের সম্ভাবনা, সপ্তাহান্তে ফিরবে কি শীত?

February 1, 2023 | < 1 min read

বাংলা থেকে উধাও শীতের আমেজ। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদল হতে পারে।‌ বৃহস্পতিবার থেকে শীতের আরও একটি স্পেল আসতে চলেছে বাংলায়।

মঙ্গল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।

হাওয়া অফিসের পূর্বাভাস, ২৪ ঘণ্টা পর ফের পারদ পতন হতে পারে। কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা। তবে কনকনে ঠান্ডার আর সম্ভাবনা নেই।

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং এবং কালিম্পং- এ হালকা বৃষ্টি সম্ভাবনা।

বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, এর কারণে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal Weather, #Cold

আরো দেখুন