পেশ করা হল ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেট – দেখে নিন খুঁটিনাটি
দুয়ারে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে ৯ রাজ্যের বিধানসভা ভোট। এই নির্বাচনী আবহে দ্বিতীয় মোদী সরকারের ২০২৩-২৪ সালের সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
দেখুন সরাসরি
আয়কর নিয়ে কী বলছে বাজেট ২০২৩-২০২৪?
নয়া আয়কর পরিকাঠামোয় ছাড় হতে পারে:
০-৩ লক্ষ টাকা আয়ে কর ০%
৩-৬ লক্ষ টাকা আয়ে কর ৫%
৬-৯ লক্ষ টাকা আয়ে কর ১০%
৯-১২ লক্ষ টাকা আয়ে কর ১৫%
১২-১৫ লক্ষ টাকা আয়ে কর ২০%
১৫ লক্ষের বেশি আয়ে কর ৩০%
পুরনো আয়কর কাঠামোয় ছাড় হতে পারে:
৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর ছাড়।
দাম বাড়ছে
সিগারেট, রূপোর সামগ্রী, বিদেশী ইলেকট্রিক গাড়ি, সোনা ও প্ল্যাটিনামের গয়না, তামার স্ক্র্যাপ, কম্পাউন্ড রবার, জামাকাপড়, ইলেকট্রিক চিমনি
দাম কমবে
টিভি, মোবাইল, ক্যামেরার লেন্স, শিশুদের খেলনা, দেশীয় সাইকেল, দেশীয় ইলেকট্রিক গাড়ি, হীরের গয়না, লিথিয়াম ব্যাটারি, অপরিশোধিত ইথাইল অ্যালকোহল, অ্যাসিড গ্রেড ফ্লোরস্পার