দেশ বিভাগে ফিরে যান

মামলা আদালতে, তবু বিশাখাপত্তনমকে অন্ধ্রের রাজধানী ঘোষণা জগন্মোহনের

February 1, 2023 | 2 min read

গতকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy) জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম (Visakhapatnam)। ক্ষমতায় আসার পর থেকেই তিন রাজধানী নীতি নিয়েছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। যদিও তিন রাজধানী তত্ত্ব নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি জানিয়েছে, চলতি বছরের ৩ ও ৪ মার্চ বিশাখাপত্তনমে আন্তর্জাতিক সম্মেলনের আসর বসছে। তিনি আরও জানান, আগামী কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনম রাজধানী হতে চলেছে। কয়েক মাসের মধ্যে তিনি নিজেও সেখানে চলে যাবেন। এই মুহূর্তে অমরবতীকে অন্ধ্রের প্রধান রাজধানী ঘোষণা করা নিয়ে শীর্ষ আদালতে মামলা চলছে। সেখানে জগন্মোহন রেড্ডির এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

অন্ধ্র ভেঙে যখন পৃথক তেলেঙ্গানা তৈরি হল, তখন রাজধানী হল হায়দ্রাবাদ। সে সময় অন্ধ্রের অন্তর্বর্তী রাজধানী হিসেবে হায়দ্রাবাদের কথাই ভাবা হয়েছিল। যদিও বেঁকে বসে তদানিন্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সরকার। তিনি অমরাবতীতে রাজধানী স্থাপনের সিদ্ধান্ত নেন। সেই মতো কাজকর্ম আরম্ভ করা হয়। সে সময় মাথাচাড়া দেয় জমি দুর্নীতির অভিযোগ। বিরোধীদের অভিযোগ, প্রভাবশালী মানুষজন রাজধানীর ঘোষণার খবর আগেই জেনে ফেলে, অত্যন্ত কম দামে প্রচুর জমি কিনেছিল। পরে তাদের থেকেই বিপুল অঙ্কের টাকার বিনিময়ে প্রায় চার হাজার একর জমি কেনে চন্দ্রবাবু নাইডু সরকার। এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল ওয়াইএসআর কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেন চন্দ্রবাবু। এরপর ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক পরিবর্তন আসে। ক্ষমতায় আসে জগন্মোহনের ওয়াইএসআর কংগ্রেস। এরপরই নয়া মুখ্যমন্ত্রী, তিন রাজধানী তত্ত্বে সওয়াল করেন। তিনি জানান, বিশাখাপত্তনম হবে প্রশাসনিক রাজধানী, অমরাবতীকে পরিষদীয় রাজধানী করা হবে এবং কুর্নুলকে আইনি রাজধানী করা হবে। আদালতে সরকারের এই তিন রাজধানী তত্ত্ব ধাক্কা খায়। এখন তা শীর্ষ আদালতের রায়ের অপেক্ষায়। এই পরিস্থিতিতেই বিশাখাপত্তনমকে অন্ধ্রপ্রদেশের রাজধানী ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Andhra Pradesh, #YS Jagan Mohan Reddy, #visakhapatnam

আরো দেখুন