খেলা বিভাগে ফিরে যান

শুভমনে মুগ্ধ বিরাট, গিলকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বললেন কোহলি

February 2, 2023 | < 1 min read

কিউয়িদের হারিয়ে গতকাল টি-টোয়েন্টি জিতেছে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজের পর, টি-টোয়েন্টি সিরিজেও অনবদ্য শুভমন। তরুণ ওপেনার দুরন্ত ফর্মে রয়েছেন। গোটা দেশ শুভমনে মজে রয়েছে। এবার বিরাটও মজলেন শুভমনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি বিরাট। স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন ভারতের রান মেশিন। ছুটির মাঝেও ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের শুভমন গিলের ব্যাটিং দেখে মুগ্ধ কোহলি। ইনস্টাগ্রামে তরুণ ব্যাটসম্যানের উচ্ছ্বাসিত প্রকাশ করলেন বিরাট। শুভমনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সিতারা, এই আমাদের ভবিষ্যৎ, শুভমন গিল’। (বাংলায় তর্জমা করা হল)

পঞ্চম ভারতীয় হিসেবে তিন ফর্ম্যাটেই শতরান করার নজির গড়লেন শুভমন। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন শুভমন। ১২টি চার ও ৭টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। সিরিজ নির্ণায়ক তথা শেষ ম্যাচে শুভমনের শতরানে ভর করেই ১৬৮ রানে সিরিজ জেতে ভারতীয় দল। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ডবল সেঞ্চুরি করে, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করার বিশ্বরেকর্ড গড়েছিলেন বিরাট। এতদিন ভারতের হয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ব্যক্তিগত স্কোরের রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রান করেছিলেন বিরাট। এবার অপরাজিত ১২৬ রান করে সেই রেকর্ড নিজের নামে করলেন গিল। এর পাশাপাশি রায়নাকে টপকে গিল কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে শতরান করার রেকর্ডও নিজের নামে করলেন গিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Shubman Gill, #Cricket, #Sports, #Virat Kohli, #Team India

আরো দেখুন