খেলা বিভাগে ফিরে যান

ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের জন্য রঞ্জির সেমিফাইনালে বাংলা

February 3, 2023 | < 1 min read

সংক্ষিপ্ত স্কোর:
ঝাড়খণ্ড ১৭৩ ও ২২১
বাংলা ৩২৮ ও ৬৯/১

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিএবির প্রতিষ্ঠা দিবসে অর্থাৎ ফ্রাঙ্ক ওরেল ডে-তে ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় বারের জন্য রঞ্জি ট্রফির সেমিফাইনালে গেল বাংলা। কোয়াটার ফাইনালের প্রথম দিন থেকেই দাপট দেখিয়েছে বাংলা। টস জিতে ইডেনে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ। প্রথম থেকেই ঝাড়খণ্ডকে চাপে ফেলে দিয়েছিল আকাশদীপরা। মুকেশ কুমার, শাহবাজ আহমেদরা দলে থাকায় বাংলার বোলিং অনেক বেশি জোরালো হয়।

বাংলার বোলারদের দাপটে ঝাড়খণ্ডের প্রথম ইনিংসে ১৭৩ রানে শেষ হয়ে যায়। বল হাতে প্রথম ইনিংসে আকাশ নেন ৪ উইকেট, ৩ উইকেট নেন মুকেশ। অন্যদিকে, প্রথম ইনিংসে ৩২৮ রান তোলে বাংলা। বাংলার হয়ে ব্যাট হাতে প্রথম ইনিংসে অর্ধশতরান করেন অভিমন্যু ঈশ্বরন (৭৭), সুদীপ ঘরামি (৬৮) এবং শাহবাজ় (৮১)। দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ড গুটিয়ে যায় ২২১ রান। ৩ উইকেট নেন আকাশ ঘটক। বাংলার জন্যে মাত্র ৬৭ রানের টার্গেট দেয় ঝাড়খণ্ড। ফলে ম্যাচ জিততে খুব বেশি কষ্ট করতে হয়নি কোচ লক্ষ্মীরতনের ছেলেদের। ম্যান অফ দ্য ম্যাচ হন আকাশদীপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Cricket, #Bengal Cricket Team, #Ranji Trophy 2022-23, #Akash Deep, #CAB

আরো দেখুন