দেশ বিভাগে ফিরে যান

ক্যান্সার দিবসে কী ভয়ঙ্কর পরিসংখ্যানের কথা জানালো ICMR?

February 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আতঙ্কের নাম কর্কট, ক্যান্সার দিবসে দেশের শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআর এক ভয়ঙ্কর পরিসংখ্যানের কথা জানিয়েছে। আইসিএমআর জানিয়েছে, প্রতি নয় জন ভারতীয়র মধ্যে একজন করে মানুষ কর্কটে আক্রান্ত হতে পারেন। গোটা দেশের ২৮টি পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি সেন্টারের তথ্য নিয়ে জানিয়েছে এই সমীক্ষা করেছে। আইসিএমআরের পরিসংখ্যান বলছে, প্রতিবছর ভারতে নতুন করে ১৩ লক্ষ ২৪ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। দেশে গড়ে সাড়ে ৮ লক্ষেরও বেশি মানুষ ক্যান্সারে মারা যাচ্ছেন। ৩৬ শতাংশ ক্যান্সার আক্রান্ত পুরুষ ফুসফুস, মুখগহ্বর, প্রস্টেট, জিভ ও পাকস্থলির ক্যান্সারে ভুগছেন। প্রতি ৬৮ জন পুরুষের মধ্যে একজনের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি ক্যান্সার আক্রান্ত মহিলা স্তন, জরায়ু মুখ, ডিম্বাশয়, জরায়ু ও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। পুরুষদের মধ্যে ১১.৫ শতাংশ স্তন ক্যান্সারে আক্রান্ত। মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের প্রবনতা বেশি। প্রতি পাঁচজনের একজন মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হন।

আইসিএমআরের রিপোর্ট বলছে, বাংলায় প্রতি বছর ৮০ হাজারেরও বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনায় ক্যান্সার আক্রান্তের সংখ্যা সর্বাধিক, প্রায় ১০,১২৫ জন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা। দুই জেলাতেই আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় হাজারের বেশি। কলকাতায় প্রতিবছর কমবেশি ৫৭৮৪ জন কর্কট কর্কটে আক্রান্ত হচ্ছেন। আলিপুরদুয়ার জেলায় আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন। সেখানে ১৩০৭ জন আক্রান্ত হচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Icmr, #Cancer Day, #Cancer

আরো দেখুন