দেশ বিভাগে ফিরে যান

একই ছবির পুনরাবৃত্তি, ফের মোদী সরকারের বঞ্চনার শিকার বাংলার রেল প্রকল্পগুলো

February 4, 2023 | < 1 min read

নিউজ ডেক্স, দৃষ্টিভঙ্গি: মোদী সরকারের লাগাতার বঞ্চনার শিকার বাংলা। ২০২৩-২৪-এর বাজেটে বাংলাকে আর্থিকভাবে বঞ্চিত করল মোদী সরকার। গত বাজেটের মতো এবারেও বাংলার বহু রেল প্রকল্পে বরাদ্দের পরিমাণ মাত্র এক হাজার টাকাই রাখলো মোদী সরকার। গতকাল রেলমন্ত্রক ২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতা মেট্রো ও বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিস্তারিত তথ্যসহ জোনভিত্তিক পিঙ্ক বুক প্রকাশ করেছে। সেখানেই সাফ দেখা যাচ্ছে রেলের একাধিক প্রকল্পে বঞ্চনার শিকার বাংলা। বিগত কয়েকটি আর্থিক বছরের মতোই এবারেও নামমাত্র বরাদ্দ করেছে মোদী সরকার। অনেক প্রকল্পের ক্ষেত্রে তাও করা হয়নি। কেবল বাংলাকে বঞ্চনাই নয়, রাজ্যের ঘাড়েই সব দোষ চাপিয়ে দায় এড়িয়েছে মোদী সরকারের রেল মন্ত্রক।

কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর নতুন লাইন প্রকল্পে এবার মাত্র এক হাজার টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। একলাখি-বালুরঘাট নতুন লাইন, সোনারপুর-ক্যানিং ডাবলিংয়েরও একই দশা। বহু ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ কমিয়ে আনা হয়েছে। রেলের লিলুয়া এবং অণ্ডাল ওয়ার্কশপে গত বাজেটে যথাক্রমে ৫৭ লক্ষ ৪০ হাজার এবং তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবারের বাজেটে দুই প্রকল্পেই বরাদ্দ কমিয়ে যথাক্রমে এক লক্ষ এবং এক কোটিতে নামিয়ে আনা হয়েছে। বর্ধমান-কাটোয়া গেজ পরিবর্তন প্রকল্পে বরাদ্দ ১০ কোটি থেকে কমে হয়েছে ৫ কোটি ১০ লক্ষ টাকা করা হয়েছে। চিনপাই-সাঁইথিয়া গেজ বদল প্রকল্পের এবার বরাদ্দই জোটেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Indian Railway, #Union Budget, #Rail Project, #Union Budget 2023-24

আরো দেখুন