খেলা বিভাগে ফিরে যান

ঘরের মাঠে বেঙ্গালুরুর কাছে হেরে পয়েন্ট খোয়াল মোহনবাগান

February 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকা বেঙ্গালুরুর কাছে হেরে গেল ২-১ গোলে হেরে গেল মোহনবাগান।

টানা চার ম্যাচ জিতে আসা বেঙ্গালুরুকে হারানোর কড়া চ্যালেঞ্জ নিয়ে রবিবার মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারাতে পারলে ব্লাস্টার্সকে টপকে তিন নম্বরে উঠে পড়বে সবুজ-মেরুন বাহিনী, একমই লক্ষ্য ছিল।


কার্ড সমস্যায় রবিবারের ম্যাচে খেলতে পারেননি হুগো বুমোস। মাঠে নামতে পারেননি আশিকও। ফলে খানিকটা পিছিয়ে থেকেই ম্যাচ শুরু করে মোহনবাগান। এদিনের ম্যাচে তিন পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল সবুজ মেরুন ব্রিগেডের জন্য। কারণ প্লে অফ নিশ্চিত হলেও, পয়েন্ট তালিকায় কোন জায়গায় শেষ করবে ফেরান্দোর দল,তার উপর নির্ভর করছে ট্রফি জয়ের সম্ভাবনাও। শেষের দিকে থাকা বেঙ্গালুরুকে হারাতে পারলে দলের আত্মবিশ্বাসও বাড়ত। কিন্তু গোলকিপার গুরপ্রীতের অনবদ্য সেভের কাছে আটকে গেল সবুজ মেরুনের যাবতীয় চেষ্টা। ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লিস্টন কোলাসোদের।

প্রথমার্ধে আক্রমণের দিক থেকে এটিকে মোহনবাগান এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে ব্যর্থ এটিকে মোহনবাগান। ম্যাচের ৭৮ মিনিটে জাভি হার্নান্ডেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ে রয় কৃষ্ণের গোলে ২-০ এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি।
দিমিত্রিয়স পেট্রাটসের গোলে ব্যবধান কমায় এটিকে মোহনবাগান। যদিও প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লেগে গোলটি হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #mohunbagan, #ISL, #Atkmb, #BengaluruFC

আরো দেখুন