রাজ্য বিভাগে ফিরে যান

আড়াইশো বছরের শীতলা মায়ের স্নানযাত্রায় উপচে পড়েছে ভিড়, কোথায় জানেন?

February 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি : প্রায় আড়াইশো বছরের ইতিহাস। প্রতি বছর মাঘী পূর্ণিমায় শীতলা উৎসবে বড় মা পাল্কি করে গঙ্গাস্নানে যান। এরপর ফের তাঁকে প্রতিষ্ঠা করা হয় শালকিয়ার অরবিন্দ রোডের মন্দিরে। একই পথের অনুসারী মেজ মা, সেজ মা, ছোট মায়েরা। স্নানের পর থাকে পুজো ও প্রসাদ বিতরণ। মায়ের এই পাল্কি চড়ে স্নানযাত্রায় শরিক হন লক্ষ লক্ষ ভক্ত। শ্রীরাম ঢ্যাং রোড, জে এন মুখার্জি রোড, মুরগিহাটা হয়ে মায়েরা একে একে যান স্নানে।


করোনার জন্য গত কয়েক বছর জৌলুস হারিয়েছিল শীতলা মায়ের স্নানযাত্রা। এবার উপচে পড়েছে ভিড়। দেখা যায় জনপ্লাবন। সালকিয়া, হরগঞ্জ বাজার, বাঁধাঘাট, বাবুডাঙা সহ উত্তরের বিভিন্ন এলাকায় সাজ সাজ রব শুরু হয়ে যায় শুক্রবার থেকেই। শুধুমাত্র হাওড়া নয়, ভক্তরা ভিড় জমান রাজ্য, এমনকী দেশের বিভিন্ন প্রান্ত থেকেও। এদিনও সকাল থেকেই জমায়েত করে দূরদূরান্তের মানুষ। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে ভিড়।

TwitterFacebookWhatsAppEmailShare

#shitala maa, #salkia

আরো দেখুন