Housefull বইমেলার প্রথম রবিবার, সাহিত্যিক-পাঠকের মেলবন্ধনে ভাগ বসাল খাবারও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বইমেলার প্রথম রবিবার কলকাতা এবং আশপাশের জেলার অসংখ্য বইপ্রেমী মানুষের গন্তব্য ছিল সেন্ট্রাল পার্ক। এদিন দুপুর থেকেই মাঘের মিঠেকড়া রোদে জমজমাট সব প্যাভেলিয়ান। এদিন বড়দের বইয়ের দোকানের ভিড়ের পাশাপাশি ছোটোদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কচিকাচাদের দেখার মতো উপস্থিতি ছিল প্যাভিলিয়নগুলিতে।
এদিন লিটল ম্যাগাজিনের প্যাভেলিয়ানের পিছনে কিছু বাবা-মাকে দেখা গেল উঠতি আর্ট কলেজের পড়ুয়াদের দিয়ে নিজেদের ছেলেমেয়েদের পোর্ট্রেট আঁকাতে মাত্র ৫০০ টাকায়।
এদিন বইমেলায় উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট লেখকরা। দেখা গেল বিশিষ্ট সাহিত্যিক শংকর অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায়কে পাঠকদের আবদার মতো অটোগ্রাফ বেলাতে দে’জ-এর স্টলে ।
লেখক প্রচেত গুপ্তকে এদিন ‘মিত্র-ঘোষ’-এ তাঁর নতুন বইতে সই করে দিতে দেখা গেল।
পত্রভারতীর ’কিশোর ভারতী’ পত্রিকার উদ্যোগে একটি আলোচনা সভায় এদিন সংবর্ধনা দেওয়া হয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদারের মতো বিশিষ্টদের।
তবে বই কেনার পাশাপাশি হিট বাংলার দই (যেখানে পাওয়া যাচ্ছে নবদ্বীপের লাল দই, টসের চা, স্যাফরন টি, এবং মোমো)। সরকারি জলের পাউচ সহজলভ্য, সুতরাং তৃষ্ণা নিবারণ করতে অসুবিধা হচ্ছেনা আমজনতার।