আদানীকাণ্ড নিয়ে সংসদের গান্ধীমূর্তির সামনে প্রতিবাদ বিরোধীদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আদানীকাণ্ডে একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) বা সুপ্রিম কোর্টের নিরীক্ষণে তদন্তের দাবিতে সোমবার সকালে সংসদ অধিবেশনের আগে বিরোধী সাংসদরা দিল্লিতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির কাছে প্রতিবাদে জড়ো হলেন।
বিরোধী দলগুলি সিদ্ধান্ত নিয়েছে যে তারা সংসদের উভয় কক্ষে মুলতবি প্রস্তাব চাইবে, আদানী কেলেঙ্কারি ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা চালাতে দেবেনা, এমনটাই জানা যাচ্ছে। এদিকে আপ, বিআরএস, এসপি, আরজেডির মতো দলগুলি বিক্ষোভ তীব্র করার পক্ষে যুক্তি দিয়েছে। সূত্র বলছে, কংগ্রেস, আরএসপি, সিপিএম ইত্যাদি দলগুলি বিতর্ক শুরু করতে চেয়েছিল কিন্তু বৈঠকের বৃহত্তর মেজাজ নিয়ে গিয়েছিল। এছাড়াও, বিরোধীরা আশা করছে যে কিছু সংসদ সদস্য বরখাস্ত হতে পারে।
আজকের প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র এবং শান্তনু সেন। তবে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা চাইছে সংসদ চলুক এবং আলোচনা হোক কারণ যখন উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্ক হবে তখনই মোদী সরকারকে চেপে ধরার দুর্দান্ত সুযোগ হবে। যদি কোন বিরোধী দল আলোচনায় বাধা দিয়ে অধিবেশন মুলতুবি করে দেয় তাহলে বুঝতে হবে তারা বিজেপির সাথে কোনও না কোনোভাবে হাত মিলিয়েছে, এমনই ইঙ্গিত দিয়েছে তৃণমূল।