← রাজ্য বিভাগে ফিরে যান
কবে বিদায় নিচ্ছে শীত? কি বলছে আবহাওয়া দপ্তর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ থেকে উপকূল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পারদ চড়ার আভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি।
আগামী ৩ দিনের রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের। হাওয়া অফিসের মতে শীত বিদায় নিতে চলেছে খুব তাড়াতাড়ি রাজ্য থেকে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় কুয়াশা পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে।