দেশ বিভাগে ফিরে যান

Wipro-র পর Infosys-এ ছাঁটাই! জেনে নিন কেন

February 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলমান ছাঁটাই মরসুমের মধ্যে, টেক জায়ান্ট ইনফোসিস অভ্যন্তরীণ ফ্রেশার অ্যাসেসমেন্ট পরীক্ষায় পাস করতে ব্যর্থ হওয়ায় শতাধিক ফ্রেশারদের বরখাস্ত করেছে, রিপোর্টে বলা হয়েছে। কোম্পানির ত্রৈমাসিক ফলাফলে দেখা গেছে যে ইনফোসিস চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে ৬,০০০ ফ্রেশার নিয়োগ করেছে। এই মাসে অ্যাসেসমেন্ট পরীক্ষায় ব্যর্থ ৬০০ জনকে ছাঁটাই করা হয়েছে।

তবে, এর আগেও পূর্ববর্তী ব্যাচ থেকে (জুলাই ২০২২-এ ভর্তি হওয়া ফ্রেশারদের) পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ১৫০ জনের মধ্যে প্রায় ৮৫ জন ফ্রেশারকে বরখাস্ত করা হয়েছিল। কোম্পানির একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে অভ্যন্তরীণ পরীক্ষায় ব্যর্থ হওয়ার ফলে সর্বদা প্রশিক্ষণার্থীদের বরখাস্ত করা হয়েছে।

গত মাসের শুরুর দিকে, আইটি জায়ান্ট উইপ্রো অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষায় খারাপ পারফরম্যান্সের জন্য ৪০০ জন ফ্রেশারকে ছাঁটাই করেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#LayOffs, #wipro, #Jobless, #Infosys

আরো দেখুন