নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কমছে ট্রাফিক কেসের সংখ্যা, কিন্তু আয় ক্রমেই বাড়ছে। করোনাকালের তুলনায় ট্রাফিক কেসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, তবুও জরিমানা থেকে আয়ের পরিমাণ বাড়ছে। লালবাজার তরফে জানা গিয়েছে, ২০২১-এর তুলনায় ২০২২ সালে ট্রাফিক কেসের সংখ্যা কমেছে ১৫ শতাংশ। কিন্তু ২০২২ সালে জরিমানার পরিমাণ বৃদ্ধি পেয়ে বিপুল আয় হয়েছে।
পুলিশের পরিসংখ্যান বলছে, কেসের সংখ্যা বেশি হলেও ২০২১ সালে জরিমানার পরিমাণ ছিল ৫৪ কোটি ২৪ লক্ষ ৭ হাজার ২০০ টাকা। গত বছর ট্রাফিক সংক্রান্ত বিধি লঙ্ঘনের জরিমানা বাবদ ২০২১ সালের তুলনায় প্রায় ১৪৪ কোটি টাকা আয় বেড়েছে। ২০২২ সালে জরিমানা বাবদ আয়ের হয়েছে ১৯৮ কোটি ১৮ লক্ষ ৯৩ হাজার ৭০০ টাকা।