বিবিধ বিভাগে ফিরে যান

মাঘী পূর্ণিমায় ভূতনাথ পুজোয় মাতল দক্ষিণ দিনাজপুরের তপনবাসী

February 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লৌকিক বাংলায় শিব নানাভাবে পূজিত হন। দক্ষিণ দিনাজপুরে দীর্ঘকাল ধরে পূজিত হচ্ছেন ভূতনাথ। একসময় বনজঙ্গলে ঘেরা ছিল তপন ব্লকের দাড়ালহাট এলাকা। মানুষজন সেখানে যেতে পর্যন্ত ভয় পেত। ওপার বাংলা থেকে আসা জনৈক বিভূতিভূষণ সন্ন্যাসী দাড়ালহাটে ভূতনাথ নামে শিবপুজো আরম্ভ করেন। পুজো শুরু হওয়ার কয়েক বছরের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে পুজো। ভিড় করতে শুরু করেন মানুষজন। ভূতনাথের পুজো করতে এগিয়ে আসেন স্থানীয় মানুষেরা। প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন থেকে ভূতনাথের পুজো আরম্ভ হয়। এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলে। প্রতি বছরের মতো, এবারেও মেনে পুজো শুরু হয়েছে। রুদ্রাক্ষ গাছের নীচে সারি সারি শিব মূর্তি বসিয়ে, মাথায় টোপর পরিয়ে পুজো করা হয়। কলার ছড়া ও ডাবের থোকা নিবেদন করা হয়।

তপনের দাড়ালহাটের ভূতনাথ পুজো আদপে শিবপুজো। দাড়ালহাট, তপন, মালঞ্চা, নিশ্চিতা, জলঘর, গোফানগর, হাঁসনগর, পাড়িলা, আউটিনা, বালাপুর, লস্করহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে পুজো দিতে আসেন ভক্তরা। এখানে টোপর পরানোর মানত করা হয়। মনোবাঞ্ছা পূরণ হলেই শিবকে টোপর পরিয়ে পুজো দেন ভক্তরা। এ বছর প্রায় ৫০টি শিব মূর্তি গাছের নীচে টোপর পরিয়ে পুজো করা হয়েছে। পুজো ঘিরে এলাকায় মেলা বসেছে। বসেছে বাউল গানের আসরও।

TwitterFacebookWhatsAppEmailShare

#dakshin dinajpur, #Maghi Purnima, #Tapan, #bhootnath pujo

আরো দেখুন