খেলা বিভাগে ফিরে যান

ইস্টবেঙ্গল-নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ, গোল হল ৬টি

February 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে।

ম্যাচের ১০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে সিলভা। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে প্রথম গোল করে গগৈ ৩০ মিনিটের মাথায়। ৩২ মিনিটে মাথায় দ্বিতীয় গোল করে ২-১ নর্থ ইস্ট কে এগিয়ে দেয় সুব্রান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইস্ট বেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করে জার্ভিস।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করে ইস্ট বেঙ্গল কে এগিয়ে দেয় সিলভা। যখন মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল জিতে গেছে ৮৫ মিনিটের মাথায় তৃতীয় গোল করে আই খান।৯০ মিনিটের শেষে খেলা ৩-৩ গোলে ড্র হয়।

ইস্টবেঙ্গলের কাছে বল পজিশন ছিল ৪৭ শতাংশ, নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে বল পজিশন ছিল ৫৩ শতাংশ।ইস্টবেঙ্গলের হয়ে ৩ জন হলুদ কার্ড দেখেন ও নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ২ জন হলুদ কার্ড দেখেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#ISL, #North east United, #East Bengal, #Football

আরো দেখুন