আজ ফের বনধ সিকিমে, সিঁদুরে মেঘ দেখছে সমতল শিলিগুড়ির ব্যবসায়ীরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে কেন্দ্র করে প্রতিবাদে পাহাড়রাজ্য সিকিমে প্রায় প্রত্যেকদিনই সাধারণ মানুষ রাস্তায় নামছে। এবার আশঙ্কা করা হচ্ছে এর ফলে বড় ধরনের গণ্ডগোলও হতে পারে। আজ বুধবার ফের বন্ধ ডাকা হয়েছে। গ্যাংটক জেলা প্রশাসন আগামীকাল বৃহস্পতিবার সিকিম বিধানসভার বিশেষ অধিবেশনের দিন বিধানসভা ভবনের চারপাশে ১৪৪ ধারা বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে। সিকিম নাগরিক সমাজ ও জয়েন্ট অ্যাকশন কমিটি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে এই বনধ ডেকেছে। এই বনধকে আবার সমর্থন যোগাচ্ছে সিকিম ক্রান্তিকারি মোর্চা, যারা কিনা রাজ্যের শাসক দল।
স্বাভাবিকভাবেই শিলিগুড়ির বাজারে সিকিমের এই একের পর এক বনধের প্রভাব পড়তে শুরু করেছে ।ইতিমধ্যে পর্যটন শিল্পে তো এই বনধের প্রভাব পড়েছেই, অন্যদিকে সিকিমের এই পরিস্থিতির পরিবর্তন না ঘটলে বিপর্যয়ের মুখে পড়তে চলেছে সমতলের ব্যবসাযীরা। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে শিলিগুড়ির নয়াবাজারে যে খাদ্যশস্য বিক্রি হয়, তার ৭০ শতাংশ সিকিমে যায়। সিকিমে যে ভাবে লাগাতার বনধ হচ্ছে, তাতে ইতিমধ্যে মার্কেটে পড়তে শুরু করেছে। ক্ষতির মুখে পড়তে হচ্ছে সেখানকার ব্যবসায়ীদের।