১৭৭ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস, নতুন রেকর্ড জাদেজা, অশ্বিনদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। মাত্র ১৭৭ রানেই শেষ হয়ে যায় স্টিভ স্মিথদের ইনিংস। বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। তারপর লাবুশেন ও স্মিথের জুটির হাত ধরে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। বড় রানের লক্ষ্যে এগোতে থাকা জুটি ভাঙেন ‘স্যার’ জাদেজা। পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে অজি ব্যাটিং লাইন আপকে ধাক্কা দেন পাঁচমাস পর মাঠে ফেরা জাড্ডু। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের অর্ধেকই জাডেজার দখলে। একাই নিলেন ৫ উইকেট। ১৬২ দিন পর মাঠে নেমে জাডেজা ভয় ধরিয়ে দিলেন বিপক্ষ শিবিরে।
এশিয়া কাপের সময় স্কি বোর্ড চড়তে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন জাডেজা। তার পর থেকে মাঠের বাইরেই ছিলেন ভারতীয় অলরাউন্ডার। শেষ বার খেলেছিলেন গত বছর ৩১ অগস্ট।
এদিন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে ধসিয়ে দেন জাডেজা। অশ্বিন অনেক আগে থেকে বল করলেও সে ভাবে সাফল্য পাচ্ছিলেন না। তাঁকে বরং অনেক সহজেই খেলে দিচ্ছিলেন অসি ব্যাটাররা। সেই সুযোগ এল শেষ দিকে। অশ্বিনের সোজা বল রিভার্স সুইপ করতে গেলেন অ্যালেক্স ক্যারে। বল ব্যাটে লেগে সোজা স্টাম্পে। তার দু’ওভার পরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ফেরান অশ্বিন। স্লিপে দারুণ ক্যাচ নেন কোহলি। টড মারফি ফিরে যান জাডেজার বলে।
ক্যারেকে ফেরানোর সঙ্গেই নজির গড়ে ফেলেন অশ্বিন। ৮৯তম টেস্টে ৪৫০ উইকেট নিলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে, যিনি ৯৩তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সবার আগে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। তিনি ৮০তম ম্যাচে ৪৫০ উইকেট পেয়েছিলেন।
ব্যাট করতে নেমে এক উইকেটে ভারত করেছে ৭৭ রান। ৫৬ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ২০ রানে আউট হয়েছেন কেএল রাহুল।