কলকাতা বিভাগে ফিরে যান

শীঘ্রই দক্ষিনেশ্বর থেকে মেট্রোয় চেপে সরাসরি রুবি পৌঁছতে পারবেন, সংযোগকারী স্টেশন হচ্ছে নিউ গড়িয়া

February 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো রুটটি চালুর জন্য রেলওয়ে সেফটি কমিশন অনুমতি দিয়ে দিয়েছে। চলতি মাসেই শুরু হতে পারে এই পরিষেবা। এই এলাকায় একধিক হাসপাতাল-সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায়, সেখানে সহজেই যেতে পারবেন যাত্রীরা।

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে রুবি মোড় যাওয়া যাত্রীদের জন্য আলাদা টিকিট কাউন্টার থাকবে। তবে নিউ গড়িয়ায় নেমে রুবি মোড়গামী মোট্রোয় ওঠার জন্য আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই। এক্ষেত্রে ‘ইন্টিগ্রেটেড টিকিট সিস্টেম’ চালু করা হচ্ছে। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, পরবর্তী সময়ে নিউ গড়িয়া-রুবি মোড় থেকে মেট্রোপথ রাজারহাট পর্যন্ত বিস্তৃত হবে। তখন দক্ষিণেশ্বর থেকে রাজারহাট পর্যন্ত একটানা যাওয়া যাবে। তবে আপাতত দক্ষিনেশ্বর থেকে মেট্রোতে চেপে সরাসরি রুবি পৌঁছে যেতে পারবেন। এক্ষেত্রে সংযোগকারী স্টেশন হচ্ছে নিউ গড়িয়া। যেহেতু নিউ গড়িয়া স্টেশনকে সংযোগকারী স্টেশন করা হচ্ছে, তাই বিশেষভাবে সাজিয়ে তোলা হচ্ছে স্টেশনটি। নতুন করে এসকেলেটর, লিফট, ক্যাপসুল লিফট বসানো হচ্ছে। ২২টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। ১৬টি নতুন গেট তৈরি হচ্ছে। নতুন শৌচালয়, বসার বেঞ্চ, ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে। এছাড়া সৌন্দর্যায়নের কথা মাথায় রেখে দক্ষিণেশ্বর স্টেশনের মতো এখানকার দেওয়ালে নানা ধরনের চিত্র আঁকা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dakhineshwar Metro, #Rubi, #kolkata metro

আরো দেখুন