প্রযুক্তি বিভাগে ফিরে যান

মাসিক ৯০০ টাকা খরচ করলেই টুইটারে মিলবে ব্লু টিক ব্যাচ

February 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইলন মাস্ক টুইটারের মালিকানা পেতেই, টাকার বদলে একের পর এক সুযোগ সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন। প্রোফাইলে ব্লু টিক ব্যাচ পাওয়া এতদিন সাধ্য-সাধনার বিষয় ছিল, এবার সে জিনিসকেও সহজ করে দিলেন মাস্ক। এ যাবৎ বিশ্বের নানান প্রান্তে, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, জাপান, জার্মানি, স্পেনের মত দেশে নির্দিষ্ট টাকার বিনিময়ে টুইটার ব্যবহারকারীদের ব্লু টিক ব্যাচ দিত টুইটার। কিন্তু ভারতীয়দের জন্যে তা ছিল না। মাস্ক এবার থেকে ভারতীয়দের জন্য সেই সুযোগ নিয়ে এসেছেন।

টুইটার ব্যবহারকারীরা আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে মাসে ৯০০ টাকা করে দিলেই ব্লু টিক পাবেন। এর আগে কেবলমাত্র কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষকে এই ব্যাচ দেওয়া হত। এবার থেকে আর সে’সব নিয়ম থাকছে না। ভারতে অ্যাপেল ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে মাসিক ৯০০ টাকা ধার্য করা হয়েছে। যদিও টুইটারের ওয়েব ভার্সানের ক্ষেত্রে মাসিক ৬৫০ টাকা করে দিলেই ওয়েব ভার্সানের ব্লু টিক ব্যাচ পাওয়া যাবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ওয়েবে টুইটার ব্যবহারকারীরা বছরে ৬৮০০ টাকা দিলেই ব্লু টিক ব্যাচ পেয়ে যাবেন। হিসেব করলে মাসিক খরচ হয় ৫৬৬ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter blue tick, #twitter

আরো দেখুন