দুর্নীতির পর্দা ফাঁস করায় খুন সাংবাদিক, প্রতিবাদে সরব সাংবাদিকদের সংগঠনগুলি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের বাণিজ্যনগরী মুম্বইয়ে দুষ্কৃতীদের নিশানায় সংবাদমাধ্যম। ‘খবর’ লেখার ‘অপরাধে’ খুন হতে হল সাংবাদিককে। নিহত সাংবাদিক ‘মহানগরী টাইমস’-এর বছর আটচল্লিশের শশীকান্ত ওয়ারিশ।
অভিযোগ, মহারাষ্ট্রের রত্নগিরির বিতর্কিত পেট্রো রসায়ন প্রকল্পের পর্দাফাঁস করায় তাঁকে গাড়িচাপা দিয়ে খুন করা হয়েছে। পান্ধারিনাথ অম্বেরকর নামে এক জমি মাফিয়ার বিরুদ্ধে শশীকান্তকে খুনের অভিযোগ উঠেছে।
রত্নগিরির পেট্রো রসায়নের অন্দরের খবর এবং এই প্রকল্প ঘিরে যে একটা দুষ্টচক্র গড়ে উঠেছে তা নিয়ে সোমবার সংবাদপত্রে একটি প্রবন্ধ লিখেছিলেন শশীকান্ত। সেখানে পান্ধারিনাথ সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য তুলে ধরেছিলেন ওই সাংবাদিক। পান্ধারিকে ‘দুষ্কৃতী’ বলেও তাঁর লেখায় উল্লেখ করেছিলেন শশীকান্ত। সেই খবর প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই খুন হতে হল সাংবাদিক শশীকান্তকে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রত্নগিরির একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে ছিলেন শশীকান্ত। অভিযোগ, সেই সময় পান্ধারিনাথের একটি গাড়ি এসে শশীকান্তকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কোলাপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পান্ধারিনাথকে গ্রেফতার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে নিজেদের হেফাজতে রাখবে পুলিশ।
বৃহস্পতিবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, প্রেস অ্যাসোসিয়েশন এবং দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট সাংবাদিক শশীকান্ত ওয়ারিশকে হত্যার নিন্দা করেছে।
সাংবাদিকদের সংগঠনগুলি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দিয়ে এই ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্ত দাবি করেছে। একটি বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে, “শুধুমাত্র একটি উচ্চ-পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত প্রকৃত সত্য ঘটনাকে সামনে আনতে পারে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।” এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাটি নাগরিক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।