সপ্তাহান্তে অনেকটাই নামল পারদ, ভোরের দিকে রাজ্যে শীতের আমেজ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে ফের অনেকটা নামল তাপমাত্রার পারদ। শীতের বিদায়ের সময় খামখেয়ালি আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৮ থেকে ৯৫ শতাংশ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ১৮ ডিগ্রির আশেপাশে। বেলা বাড়লে রোদ ওঠার সাথে সাথে উধাও হবে শীতের আমেজ । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তাপমাত্রা ১ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশা থাকবে । দক্ষিণবঙ্গের মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অঞ্চলে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।