দেশ বিভাগে ফিরে যান

দেশে বিবিসি’র সম্প্রচার নিষিদ্ধ করা সংক্রান্ত হিন্দু সেনার আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

February 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কিত বিবিসি’র তথ্যচিত্র ‘দ্য মোদী কোয়েশ্চেন’ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেনা। দেশে বিবিসি’র সম্প্রচার নিষিদ্ধ করার আরজি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিন হিন্দুত্ববাদী সংগঠনটি। শুক্রবার দেশের শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিল।

হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্তা মামলাটি করেছিলেন। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ভুল ধারণাকে ভিত্তি করে এই মামলা করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, ”কী করে একটি তথ্যচিত্র দেশে প্রভাব ফেলতে পারে?” আবেদনকারীদের আইনজীবী পিঙ্কি আনন্দ সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছিলেন, এই তথ্যচিত্রে ইচ্ছাকৃত ভাবে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে। এই তথ্যচিত্রের পিছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে, এই দাবি করে শীর্ষ আদালতকে এবিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার আরজিও জানানো হয়েছিল। কিন্তু শুক্রবার মামলাটি খারিজ করার সময় বিচারপতিরা বলেন, ”এই আরজি একেবারেই ভুল ধারণা থেকে করা। সুপ্রিম কোর্ট কীভাবে এই ধরনের নির্দেশ দিতে পারে?”

দু’দশক আগে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর জমানায় গোধরা-কাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা তুলে ধরা হয়েছে এক ঘণ্টার তথ্যচিত্র ‘ইন্ডিয়া:দ্য মোদী কোয়েশ্চন’-এ। এই তথ্যচিত্র নিয়ে শুরু থেকেই আপত্তির কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধও করা হয়েছিল তথ্যচিত্রটি। একে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে দাবি করা হয়েছিল, এই তথ্যচিত্র ঔপনিবেশিক মানসিকতা থেকে তৈরি হয়েছে। যদিও বিবিসির দাবি, যথেষ্ট গবেষণা করে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #bbc

আরো দেখুন