বাংলাকে টুকেই ত্রিপুরার ভোট ভিক্ষে বিজেপির, তালিকায় মা ক্যান্টিন, ট্যাব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ত্রিপুরার ভোট বৈতরণী পেরোতে বাংলা মডেলের অনুকরণ করল বিজেপি। ডাবল ইঞ্জিন রাজ্যের তত্ত্ব আওড়ানো বিজেপি, অবিজেপি রাজ্যের দেখানো পথেই হাঁটতে বাধ্য হল। বাংলায় চালু হয়েছে মা ক্যান্টিন, ৫ টাকায় সেখানে মিলছে খাবার। মা ক্যান্টিনের অনুকরণে ত্রিপুরা বিজেপি তাদের সংকল্পপত্রে অর্থাৎ ইস্তাহারে জানিয়েছে, তারা ক্ষমতায় ফিরলেই অনুকূলচন্দ্র ক্যান্টিন চালু করবে। সেখানে ৫ টাকা দরে খাবার পাওয়া যাবে। দিনে তিনবারের খাবার মিলবে অনুকূলচন্দ্র ক্যান্টিনে।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ভোটের প্রাককালে বাংলার সরকারের প্রকল্পকেই বেছে নিল বিজেপি। মা ক্যান্টিন ইতিমধ্যেই সারা বাংলায় সাড়া ফেলে দিয়েছে। সেই আদলে খাবার দেওয়ার আশ্বাস দিচ্ছে ত্রিপুরার বিজেপি। প্রসঙ্গত, এর আগে হিমাচলপ্রদেশ ও কর্ণাটক নির্বচনে বাংলার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনুকরণ করতে দেখা গিয়েছিল কংগ্রেসকে। বাংলায় পড়ুয়ারা সবুজসাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল পায়। ত্রিপুরায় বিজেপির সংকল্পপত্রে মেধাবী কলেজছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদানের আশ্বাস দিয়েছে। বাংলায় পড়ুয়াদের যেমন ট্যাব দেওয়া হয়, তেমনই বিজেপির সংকল্পপত্রে স্মার্টফোনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফলত কার্যত, বাংলাকে অনুকরণ করেই ত্রিপুরাবাসীর মন জিততে চাইছে বিজেপি।