রাজ্য বিভাগে ফিরে যান

দিনে গরম আর রাতে ঠান্ডা, কতদিন চলবে আবহাওয়ার খামখেয়ালিপনা?

February 11, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: FB/Oh Kolkata

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাতে শীতের শিরশিরানি, ভোরে ঠান্ডা আবার বেলা বাড়ার সাথে সাথে ভ্যাপসা গরম। রাজ্যে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, প্রতিদিনই অল্প অল্প করে বাড়বে তাপমাত্রা। ১৫ ফেব্রুয়ারির পর বিদায় নিতে শুরু করবে শীত।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকবে। পরবর্তী তিন দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে পরবর্তী দুই দিন রাতের তাপমাত্রায় বড়সড় কোন‌ও পরিবর্তন হবে না।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Weather, #Weather Update

আরো দেখুন