কলকাতা বিভাগে ফিরে যান

নতুন বছরে রাজ্যে ফের করোনাতঙ্ক, বেলেঘাটা আইডি-তে প্রাণ গেল রোগীর

February 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন বছরের শুরুতে রাজ্যে ফের ফিরল করোনা আতঙ্ক। কলকাতার বেলেঘাটা আইডি-তে প্রাণ গেল করোনা রোগীর। গত ৩১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন  তিনি। সেপটিসিমিয়া ও নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি।  

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মৃতার নাম ঊর্মিলাদেবী। আদতে বিহারের বাসিন্দা ঊর্মিলাদেবী। বেলেঘাটা আইডি-তে চিকিৎসা চলছিল তাঁর। শনিবার সকালে পরলোকগমন করেন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Beleghata id, #Kolkata, #COVID Patient

আরো দেখুন