দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

লাইনচ্যুত মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেন, ব্যাহত ট্রেন চলাচল

February 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার সকাল থেকে জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী সংগঠনের অবরোধে বিপর্যস্ত রেল পরিষেবা। তার উপর লাইনচ্যুত হয়ে গেল মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেন।

ডাউন মেদিনীপুর-হাওড়া লোকালটি গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় সামনের বগি। তবে সেই সময় ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। হতাহতের কোনও খবর নেই। তবে এই দুর্ঘটনার ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল।

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা ৩৭ মিনিট নাগাদ গিরি ময়দান স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে ওই বিপত্তি। ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ায় আতঙ্কিত যাত্রীরা লাফ দিয়ে নেমে পড়তে শুরু করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। সাময়িক ভাবে ডাউন লাইনে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। তবে খোলা ছিল আপ লাইন। সেখান দিয়ে চলাচল করছে ট্রেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Medinipur local, #train

আরো দেখুন