খেলা বিভাগে ফিরে যান

নজির রিয়ালের, পঞ্চমবারের জন্য ক্লাব বিশ্বকাপ জয় স্প্যানিশ ক্লাবের

February 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও সেরার শিরোপা জিতে নিল রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদির ক্লাব আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে, এই নিয়ে পঞ্চমবারের জন্য ক্লাব বিশ্বকাপের খেতাব জয় করল করিম বেঞ্জেমারা। জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রেডরিক ভালভার্দেও। করিম বেঞ্জেমাও বল জালে জড়িয়ে দেন, তিনি একটি গোল করেন। অন্যদিকে, আল-হিলালদের তিনটি গোলের মধ্যে দুটি এসেছে লুসিয়ানো ভিয়েত্তোর পা থেকে, অপর গোলটি করেন মৌসা মারেগা।

প্রসঙ্গত, বিশ্বের প্রতিটি মহাদেশীয় ফুটবল ফেডারেশনের সেরা দলগুলিকে নিয়েই ক্লাব বিশ্বকাপের আসর বসে। গতবছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেই রিয়াল মাদ্রিদ, ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ পায়। এই নিয়ে পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ জিতে নজির গড়ল রিয়েল মাদ্রিদ, আর কোনও দল এতবার ক্লাব বিশ্বকাপ জেতেনি। এছাড়াও সর্বাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ লিগ জয়ের রেকর্ডও রয়েছে রিয়ালের। উল্লেখ্য, ক্লাব বিশ্বকাপের আগে আয়োজিত হত ইন্টার কন্টিনেন্টাল কাপ। ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার সেরা ক্লাবগুলোর মধ্যে সেই প্রতিযোগিতার আসর বসত, সেই ইন্টার কন্টিনেন্টাল কাপও তিনবার জিতেছে স্প্যানিশ ক্লাবটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Real Madrid, #Fifa club world cup, #Football

আরো দেখুন