প্রেম দিবসের প্রাককালে কলকাতা মাতাচ্ছে বেঙ্গালুরুর ডাচ গোলাপ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল প্রেম দিবস, সেই প্রেম দিবস উপলক্ষ্যে কলকাতায় এল ১০ কোটি টাকার ডাচ গোলাপ। বেঙ্গালুরু থেকে ট্রেন পথে কলকাতায় গোলাপ পৌঁছয়। কলকাতায় মোট আঠারো রঙের গোলাপ আনা হয়েছে। আপাতত হিমঘরে জায়গা হয়েছে গোপালগুলির। সেখান থেকেই ফুল ব্যবসায়ীরা কলকাতার ফুল বাজারে নিয়ে আসছেন গোলাপ। বড় ফুল ব্যবসায়ীরা বলেছেন, অধিকাংশ ফুল বিক্রেতা ডাচ গোলাপের ২০ পিসের আঁটি গড়ে চারটি করে কিনে নিয়ে যাচ্ছেন। ফুল বিক্রেতারা গোলাপ টাটকা রাখার জন্যে দোকানের ফ্রিজে রাখছেন। প্রিয়জনের মন জয়ের জন্যে কলকাতায় ডাচ গোলাপ কেনার ধুম পড়ে গিয়েছে। কলকাতাসহ গোটা বাংলার বাজারগুলিতে মিনিপাল, মেকগট এবং বেঙ্গালুরুর ডাচ গোলাপ বিকোচ্ছে। তবে অন্যান্য গোলাপের তুলনায় ডাচ গোলাপের দাম অনেক বেশি। সবচেয়ে বেশি চাহিদা মিনিপালের। চাহিদার নিরিখে লাল গোলাপের পরেই রয়েছে গোলাপী ও হলুদ গোলাপ।
এক একটি ডাচ গোলাপ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। তবে বিশেষ বিশেষে ক্ষেত্রে আরও চড়া দামে বিক্রি হচ্ছে গোলাপ। গোলাপ বিক্রেতাদের বক্তব্য, অন্যান্য গোলাপের ডাঁটি ছোট, সেগুলো অল্প সময়েই শুকিয়ে যায়। এখানে ডাচ গোলাপের সুবিধা, ডাচ গোলাপের ডাঁটি অনেকটাই লম্বা। ডাচ গোলাপ ১০ থেকে ১২দিন অবধি সতেজ থাকে। সেই কারণে ডাচ গোলাপের চাহিদা বেশি। কলকাতার জগন্নাথ ঘাটে সবচেয়ে বড় ফুল বাজার বসে। ক্রমেই বিক্রি বাড়ছে। আমজনতা থেকে শুরু করে ছোট-বড় ফুল ব্যবসায়ীরা ভিড় করছেন। গোলাপ আসে মূলত রাজারহাট, উলুবেড়িয়া, পাঁশকুড়া, কোলাঘাট, দাসপুর, বাগনান থেকে, তবে মেদিনীপুর থেকে সবচেয়ে বেশি গোলাপ আসে। এছাড়াও রানাঘাট, খিরাই থেকে গোলাপ আসে। অন্যদিকে, বেঙ্গালুরু থেকে ডাচ গোলাপ আনা হয়।