ই-বুক, কিন্ডলের যুগেও ট্রফি তুলল বইমেলা, রেকর্ড বিক্রি কলকাতা বইমেলায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ হয়ে গেল বইমেলা। করোনার বিধিনিষেধের পর এই প্রথম বইমেলা। মাস্ক-স্যানিটাইজারের চোখ রাঙানো নেই। ফলে চেনা ছন্দেই ফিরল কলকাতার আন্তর্জাতিক বইমেলা। চেনা ছন্দে ফিরতেই রেকর্ড গড়ল ৪৬তম কলকাতা বইমেলা। ই-বুক, কিন্ডলের ট্রফি মানুষ ছাপা বইকেই জিতিয়ে দিলেন। খবর মিলেছে, এ বছর রেকর্ড সংখ্যক বই বিক্রি হয়েছে। যা খবর কলকাতা বইমেলায় ২৭ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে বই বিক্রির পরিমাণ। তবে চূড়ান্ত হিসেবের পর আরও বাড়তে পারে বিক্রির অঙ্ক। গত বছরের তুলনায় প্রায় পাঁচ কোটি টাকারও বেশি টাকার বিক্রি হয়েছে বইমেলায়।
সল্টলেক সেন্ট্রাল পার্কে উপচে পড়েছিল বইপ্রেমীদের ভিড়, দেদার বই কিনেছেন মানুষজন। বিভিন্ন হিসেব বলছে, প্রায় ২৬ লক্ষের বেশি বইপ্রেমী এসেছিলেন এবারের বইমেলায়। সংখ্যাটা গত বছর ছিল ১৮ লক্ষ। সব মিলিয়ে ছাপা বই আর বইমেলাকে আবার জিতিয়ে দিল কলকাতার। কলকাতার আন্তর্জাতিক বইমেলার ইতিহাসে গৌরবের আরও একটি অধ্যায় সংযোজিত হল। তৈরি হল একের পর এক নজির।