আইএসএলে হায়দ্রাবাদ ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগানকে
February 14, 2023 | < 1min read
আজকে গাচিবৌলি স্টেডিয়ামে ম্যাচ ছিল হায়দ্রাবাদ ও এটিকে মোহনবাগানের মধ্যে।
প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য হয়ে। দুই দল দ্বিতীয়ার্ধেও গোলের খোঁজে ছিল। যখন মনে হচ্ছিল গোল শূন্য শেষ হবে খেলা ঠিক তখনই ৮৬ মিনিটের মাথায় প্রথম গোল করলেন হায়দ্রাবাদের ওগবেচে।
মোহনবাগানের কাছে বল পজেশন ছিল ৫৩ শতাংশ ও হায়দ্রাবাদের কাছে বল পজেশন ছিল ৪৭ শতাংশ। গোটা ম্যাচে মোহনবাগানের ফাউলের সংখ্যা ১৩ ও হায়দ্রাবাদের ফাউলের সংখ্যা ১২।