খেলা বিভাগে ফিরে যান

ইডেনে রঞ্জি ফাইনাল দেখতে লাগবে না টিকিট, জানুন কোন কোন ব্লকে বসে দেখবেন ম্যাচ

February 14, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রঞ্জি ট্রফি ২০২৩ এর ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। খেলা হবে ইডেনে। ঘরের মাঠে সৌরাষ্ট্রকে হারিয়ে ৩৩ বছর পর আবার রঞ্জি চ্যাম্পিয়ন হতে মরিয়া বাংলা।

১৯৮৯-৯০ সালে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। ৩ বছর আগেও বাংলা ও সৌরাষ্ট্র মুখোমুখি হয়েছিল রঞ্জি ফাইনালে কিন্তু হেরে যায় সৌরাষ্ট্রর ঘরের মাঠে।

বাংলা যাতে ঘরের মাঠের সুবিধা পায় তাই অভিনব উদ্যোগ নিল সিএবি। কোনও টিকিট ছাড়াই ইডেনের বি, সি, কে, এল ব্লকে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা। নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের সাথে কথা বলবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

‘আমরা চাই বেশি সংখ্যক মানুষ ইডেনে আসুক এবং বাংলার জন্য গলা ফাটাক। দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বি, সি, কে, এল ব্লকের লোয়ার টিয়ার। আমি নিশ্চিত বাংলা দলের জন্য মাঠ ভরাবে দর্শক,’ জানালেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

৩ এবং ৪ নম্বর গেট দিয়ে দর্শকদের ‘বি’ এবং ‘সি’ ব্লকে ঢুকতে হবে। ১৪ এবং ১৭ নম্বর গেট দিয়ে দর্শকদের কে’ এবং ‘এল’ ব্লকে ঢুকতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ranji champion, #Free entry, #Bengal vs saurashtra, #Eden Gardens, #Ranji trophy 2023

আরো দেখুন