← রাজ্য বিভাগে ফিরে যান
ফের শীতের কামব্যাক? কী বলছে হাওয়া অফিস?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফাল্গুনে ফের শীতের ব্যাটিং শুরু। বঙ্গে খামখেয়ালি আবহাওয়া বোঝা ভার। গতকাল মঙ্গলবারের তুলনায় আরও নামল পারদের তাপমাত্রা। ভোরের দিকে শীতের শিরশিরানি থাকলেও বেলা বাড়ছে গরম।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে খবর, এরপর ফের পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বিদায় নেবে শীত। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামীকাল আরও নামতে পারে পারদ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পংসহ পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু একটি জেলার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।