ত্রিপুরা থেকেই শুরু সেমিফাইনাল, ফলাফল দেখে লোকসভা ভোট এগোবে BJP?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই লোকসভা ভোট, তার আগে রয়েছে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজ্যে রাজ্যে বিধানসভা ভোটকে কার্যত চব্বিশের আগে সেমিফাইনাল হিসেবে দেখছে গেরুয়া শিবির। শোনা যাচ্ছে, নানান রাজ্যের ভোটগুলিতে ফলাফল ভাল হলেই লোকসভা নির্বাচন এগিয়ে আনবে মোদী সরকার। আগামীকাল ত্রিপুরার ভোট, সব মিলিয়ে চলতি বছর নয় রাজ্যে বিধানসভার নির্বাচন হবে। রাজ্যগুলি হল ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, তেলেঙ্গানা, মিজোরাম। গেরুয়া শিবির এক প্রকার নিশ্চিত যে তারা উত্তর-পূর্বের চার রাজ্যেই ক্ষমতায় আসবে। বাকি পাঁচ রাজ্যের মধ্যে তিনটি রাজ্যে পেলেই লোকসভা ভোট এগিয়ে আনবে মোদী সরকার, জল্পনা এমনটাই।
আসন্ন বিধানসভা ভোটগুলিতে সংখ্যাধিক রাজ্যে বিজেপি জয় পেলেই, চলতি বছরের শেষে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করবে তারা। আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট বাজেটের পরেই মার্চে শুরু হতে পারে নির্বাচন পর্ব। গোটা ২০২৩ সাল জুড়ে চলা বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের গতিপ্রকৃতি দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোদী সরকার, খবর এমনটাই।
তবে তার আগে আগামী বছরের শুরুতেই রামমন্দির উদ্বোধন হবে। অন্যদিকে, বিজেপি সরকারের দাবি ১০ লক্ষ চাকরি দেওয়ার নাকি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে চব্বিশে এই দুটি জিনিসকেই তুলে ধরবে বিজেপি। বিজেপির অন্দরে খবর, গেরুয়া শীর্ষ নেতারা মনে করছেন লোকসভা ভোটে বিজেপি বিরোধী সম্মিলিত কোনও জোট গঠন হবে না। সে জোট তৈরির কোনও উদ্যোগ যাতে বিরোধীরা নিতে না পারে, সে’জন্য ভোট এগিয়ে আনার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। যদিও ভোট এগিয়ে এনে বাজপেয়ী কিন্তু ২০০৪ সালে ফিরতে পারেননি। ২০০৪ সালে ‘ইন্ডিয়া শাইনিং’-এর মতোই এবারেও অমৃতকাল বলে প্রচার সারছে বিজেপি। কিন্তু সংশয় থেকেই যাচ্ছে, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ মিথ যে ভেঙে গিয়েছে বিজেপি নেতারাও তা মানছেন। দলের অন্দরেই দ্বিধার অন্ত নেই।