অনুদান পাওয়ার নিরিখে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফের শীর্ষে BJP, বলছে ADR
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও অনুদান পাওয়ার নিরিখে রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে বিজেপি, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের ধারে কাছেও নেই। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে। দেখা যাচ্ছে, ২০২১-২২ অর্থবর্ষে ৬১৪ কোটি ৬২ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান জমা হয়েছে বিজেপির ঘরে। দ্বিতীয় স্থানে কংগ্রেস, হাতের হাতে অনুদান বাবদ গিয়েছে ৯৫ কোটি ৪৫ লক্ষ ৯০ হাজার টাকা।
মোট ৪ হাজার ৯৫৭ জনের কাছ থেকে বিজেপি এই বিপুল অঙ্কের টাকা পেয়েছে। উল্লেখ্য, এর আগের অর্থ বছরে অর্থাৎ ২০২০-২১ অর্থবর্ষে বিজেপির অনুদানের অঙ্ক ছিল ৪৭৭ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা। প্রায় ২৮.৭১ শতাংশ অনুদান বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিগত অর্থ বছরে ৪৩ লক্ষ টাকা অনুদান পেয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ২০২০-২১ অর্থ বছরে তৃণমূল ৪২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান পেয়েছিল। বিগত অর্থবর্ষে সিপিআইএম মোট অনুদান পেয়েছে ১০ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকা।