রাজ্য বিভাগে ফিরে যান

পঞ্চায়েত ভোটের আগে আজ রাজ্য বাজেট, আশায় বুক বাঁধছে রাজ্যবাসী

February 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েত ভোটের আগে আজ বুধবার রাজ্যের গুরুত্বপূর্ণ বাজেট। আজ দুপুরেই বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই বাজেট খসড়ায় চোখ বুলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট নিয়ে অর্থমন্ত্রীকে পরামর্শও দিয়েছেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের কোনও প্রকল্প বন্ধ হবে না, চন্দ্রিমার ‘অর্থপরীক্ষা’-এর আগেই সেই ইঙ্গিত মিলেছে। গ্রামের ভোটকে মাথায় রেখেই যে বাজেট হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত অর্থনীতিবিদদের একাংশ।

এবারের বাজেটে রাজ্যে শিল্পের জন্য কোনও ঘোষণা থাকে কি না, সেই দিকে নজর থাকছে। বিশেষ করে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যে স্টার্টআপ নিয়ে যে আশার কথা শুনিয়েছেন, তা বাজেট নিয়ে জল্পনাকে আরও উস্কে দিয়েছে। রাজ্যে ব্যবসার পরিবেশ আশানুরূপভাবে উন্নত হয়েছে বলেই মনে করছেন তিনি। এর ফলে রাজ্যে কর্মসংস্থান আরও বাড়বে বলে মত চন্দ্রিমার। পাশাপাশি রাজ্যের বিভিন্ন খাতে কোথায় কত বরাদ্দ হচ্ছে, সেই দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে আজ বাজেট কেমন হয়, সেই নিয়ে আশায় বুক বাঁধছে রাজ্যবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Budget, #WB Assembly

আরো দেখুন