খেলা বিভাগে ফিরে যান

WT20WC-এর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল হরমনপ্রীতরা

February 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলাদের টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

Team India-র বোলারদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারে ১১৮/৬ রানে গুটিয়ে দেয়। ১১ বল বাকি থাকতে প্রয়োজনীয় ১১৯ রান তুলে নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওপেনার স্ট্যাফানি টেলর ৪০ বলে ৪২ রান করেন এবং শেমাইন ক্যাম্পবেল ৩০ রান করেন। ভারতের পক্ষে দীপ্তি শর্মা ১৫ রানে ৩ উইকেট নেন। পূজা ভাস্ত্রকার এবং রেনুকা সিং একটি করে উইকেট পান। এই ম্যাচে ভারতের সফলতম ব্যাটাররা হলেন হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ এবং শেফালি বর্মা।

১১৯ রানের লক্ষ নিয়ে ভারত ৪ উইকেট হারায়। তবে হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষের জুটি দলকে জয়ের দোর গোড়ায় পৌঁছে দেয়। এই ম্যাচে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শততম উইকেট পূর্ণ করলেন দীপ্তি শর্মা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Women Cricket team, #West Indies, #ICC Women’s World T20

আরো দেখুন