রাজ্য বিভাগে ফিরে যান

বিদায়ের পথে শীত, এবার ব্যাপক পরিবর্তন আবহাওয়ায়, রইল আপডেট

February 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খামখেয়ালি তাপমাত্রার ওঠানামায় অস্বস্তিতে বঙ্গবাসী। যতদিন কাটছে তত উধাও হচ্ছে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের হাল্কা উপস্থিতির রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে এবার বাংলা থেকে বিদায়ের পথে শীত। আগামী ৫ দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়তে পারে বঙ্গের তাপমাত্রা।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আগামীকাল শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০°সেলসিয়াস। আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রার পারদ। তবে উত্তরবঙ্গের শীত আরও কয়েকদিন স্থায়ী হবে। দক্ষিণবঙ্গে পরবর্তী ২ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। এই মুহূর্তে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather forecast, #Weather conditions, #Weather Update, #West Bengal Weather

আরো দেখুন