বিদায়ের পথে শীত, এবার ব্যাপক পরিবর্তন আবহাওয়ায়, রইল আপডেট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খামখেয়ালি তাপমাত্রার ওঠানামায় অস্বস্তিতে বঙ্গবাসী। যতদিন কাটছে তত উধাও হচ্ছে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের হাল্কা উপস্থিতির রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে এবার বাংলা থেকে বিদায়ের পথে শীত। আগামী ৫ দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়তে পারে বঙ্গের তাপমাত্রা।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আগামীকাল শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০°সেলসিয়াস। আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রার পারদ। তবে উত্তরবঙ্গের শীত আরও কয়েকদিন স্থায়ী হবে। দক্ষিণবঙ্গে পরবর্তী ২ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। এই মুহূর্তে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে।