বিবিধ বিভাগে ফিরে যান

প্রয়াত শিক্ষাবিদ জন ম্যাসন

February 18, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত শিক্ষাবিদ কিংবদন্তি ইংরেজি শিক্ষক জন এ. ম্যাসন। বলা হয়ে থাকে তিনি ব্যক্তি সেন্ট জেমস স্কুলকে “প্রকৃত পরিচয়” দিয়েছিলেন। তিনি শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ে মারা গেছেন। তার বয়স ছিল ৭৮।

তিনি রেখে গেছেন স্ত্রী অঞ্জলি, তাদের ছেলে, মেয়ে ও দুই নাতি-নাতনিকে ।

জানা গেছে তিনি পুদুচেরিতে ছুটিতে ছিলেন যেখানে তিনি পড়ে গিয়েছিলেন এবং তার ফিমার বোন ভেঙে গিয়েছিল। তিন দিন আগে তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল যেখানে তিনি মারা গিয়েছিলেন। তিনি গত কয়েক বছর ধরে গুরগাঁওয়ে বসবাস করছিলেন।

মেসন ১৯৭৮ সালে সেন্ট জেমসের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং ১৯৯১ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি দুবাইয়ের মডার্ন হাই স্কুলে যান এবং পরে দ্য দুন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দেশে ফিরে আসেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#John A. Mason

আরো দেখুন