রাজ্য বিভাগে ফিরে যান

কবে থেকে খুলছে কেদার-বদ্রীর দরজা? জেনে নিন

February 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য শৈবতীর্থ, তার মধ্যে অন্যতম হল কেদারনাথ ও বদ্রীনাথ। পূণ্যার্থীরাও অপেক্ষা করে থাকেন এই দুই ধামে যাবেন বলে। শীত পড়ার আগেই প্রতি বছর কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফের খোলা হয় গরমে। খোলার দিনক্ষণ ঘোষণা করা হয় শিবরাত্রির দিন। তবে কোন দিন দরজা খোলা হবে তা জানতে, ওমকারেশ্বর মন্দিরের বিশেষ পুজো করা হয়। গতকাল ভোরবেলা বিশেষ পুজো করা হয়েছে। দেবতার মহাভিষেকের পর ভোগ নিবেদন করা হয়েছে। এরপরেই জানানো হয়েছে, চলতি বছর ২৫ এপ্রিল থেকে কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে। বদ্রীনাথের দরজা খোলা হবে ২৭ এপ্রিল।

বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি প্রতিবারই শিবরাত্রির দিন মন্দির খোলার দিনক্ষণের ঘোষণা করে। এবারেও তাই হল। কথিত আছে, নিজেদের হাতে আত্মীয়দের সংহার করার কারণে কুরুক্ষেত্রের পর পঞ্চপাণ্ডব অনুতাপে ভুগতে আরম্ভ করেছিল৷ পাপের ভার লাঘব করতে মহর্ষি বেদব্যাসের পরামর্শে মহাদেব দর্শনে, কেদারখণ্ডে গিয়েছিল পাণ্ডব ভাইরা। কিন্তু মহাদেব তাঁদের দর্শন-ইচ্ছা পূরণ না করেই পালিয়ে যান। পাণ্ডবরাও পিছু নেন৷ শিব মহিষের রূপধারণ করেন৷ মহিষরূপী শিবকে জাপটে ধরেন ভীম৷ সে সময় মহিষের মুখ ছিল পৃথিবীর দিকে এবং পশ্চাদভাগ ছিল কেদারের দিকে৷ মহিষরূপী শিবের অঙ্গ পাঁচটি স্থানে ছিটকে পড়ে৷ কেদারে পশ্চাদ্ভাগ, মদমহেশ্বরে নাভি, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, কল্পনাথ বা কল্পেশ্বরে জটা গিয়ে পড়ে৷ এগুলোই ‘পঞ্চকেদার’ নামে পরিচিত৷ কেদারে আসা ভক্তদের বিশ্বাস, তাঁদের মনোবাঞ্ছা পূরণ করেন শিব। পূণ্যার্থীদের বিশ্বাস কেদারে স্বয়ং মহাদেব বসবাস করেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Kedarnath, #Badrinath

আরো দেখুন