খেলা বিভাগে ফিরে যান

দিল্লিতে ঘূর্ণির দাপট, জাদেজার বাঁ-হাতের খেলে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় ভারতের

February 19, 2023 | < 1 min read

Updated: February 19, 2023 14:13 pm

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাদা জার্সিতে নিজের একশোতম ম্যাচ স্মরণীয় করে রাখলেন চেতেশ্বর পূজারা। জয়ের জন্যে কাঙ্খিত রানটি এল পূজারার ব্যাট থেকেই। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে, চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০-এ এগিয়ে গেল ভারত। রবিবার দুপুরেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় রোহিতরা। চতুর্থ ইনিংসে অজিদের দেওয়া ১১৫ রানের লক্ষ্য পূরণ করতে বেগ পেতে হল না টিম ইন্ডিয়াকে। ২৬ ওভারে ৪ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রোহিতরা।

দিল্লির স্পিন সহায়ক উইকেটে দু-দলের স্পিনাররাই দাপট দেখাল। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক রোহিত ৩১ রান করেছেন। ক্রিজে পড়ে থেকে রান করলেন পূজারা। একেবারে চেনা পূজারাকেই ফিরে পেল ক্রিকেটপ্রেমীরা। জয়ের ভিত গড়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। চতুর্থ দিনে অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল অজিরা। ১১৩ রানেই শেষ হয়েছিল অজিরা। ৪২ রান দিয়ে ৭ উইকেট নেন জাদেজা। এটাই আপাতত তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। বর্ডার-গাওস্কর ট্রফিতে পরপর দু’টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিলেন জাডেজা। অন্যদিকে আশ্বিন ৩ উইকেট পান।

অন্যদিকে, ব্যাট করতে নেমে আউট হলেন রোহিত, বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা। ফের ব্যর্থ হলেন সহঅধিনায়ক লোকেশ রাহুল। এদিন বিরাট দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৫,০০০ আন্তর্জাতিক রান করার নজির গড়েন। দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থেকেই তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২৬৩ ও ১১৩
ভারত: ২৬২ ও ১১৮-৪

TwitterFacebookWhatsAppEmailShare

#India vs Australia, #test match

আরো দেখুন