রাজ্য বিভাগে ফিরে যান

প্রয়াত সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য, সংবাদ মাধ্যম হারাল চলমান তথ্য ভান্ডারকে

February 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য। ক্যান্সারে ভুগছিলেন তিনি। রবিবার ভোরে তাঁর প্রয়ানের খবরে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক মহলে। কয়েক দশক জুড়ে তাঁর সাংবাদিক জীবনে চলমান তথ্য ভান্ডার হিসেবে পরিচিত ছিল ।

সাংবাদিকতার জগতে আসার আগে দেবাশিস ছাত্রাবস্থাতেই সিপিআইএম এল তথা নকশাল পন্থী রাজনীতিসঙ্গে যুক্ত ছিলেন। মানবাধিকার সংগঠন এপিডিআরের যাঁরা গোড়াপত্তন করেন তাদের মধ্যে একজন ছিলেন দেবাশিস।

পরবর্তী কালে তিনি আজকাল পত্রিকার মুখ্য সাংবাদিক ছিলেন দীর্ঘদিন। এরপর আকাশ বাংলা নিউজ চ্যানেলে যোগ দেন। পরে তিনি “সংগ্রামী মা মাটি মানুষ” পত্রিকাটির সম্পাদনা করতেন।

দেবাশীষ বাবুর লেখা উল্লেখযোগ্য বই গুলির মধ্যে রয়েছে সত্তরের দিনগুলি প্রথম ও দ্বিতীয় পর্ব, ৩০ বছর এবং পঞ্চায়েতের উপর একটি গবেষণাধর্মী গ্রন্থ। তাঁর স্ত্রী এবং এক পুত্র বর্তমান।

TwitterFacebookWhatsAppEmailShare

#journalist, #Debashis Bhattacharya

আরো দেখুন