খেলা বিভাগে ফিরে যান

রাহুলেই ভরসা, অজিদের বিরুদ্ধে শেষ দুই টেস্টে ও তিন ODI-তে কেমন হল দল?

February 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুটো ম্যাচের জন্যে ঘোষিত হল ভারতীয় দল। শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচক বোর্ডও ভরসা রাখল কে এল রাহুলের উপর।

টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রীকার ভরত, ঈশান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

পাশাপাশি তিনটি একদিনের ম্যাচের ওডিআই সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে আজ। একদিনের সিরিজে ফিরছেন হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচ রোহিত খেলছেন, সে ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক। দ্বিতীয় ম্যাচ থেকে দলের দায়িত্ব নেবেন রোহিত, বাকি দুই ম্যাচে সহঅধিনায়কের ভূমিকায় থাকবেন হার্দিক। এখনই ফিরছেন না জসপ্রীত বুমরাহ। ১৭ মার্চ থেকে ওডিআই সিরিজ শুরু। প্রথম ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ১৯ মার্চ বিশাখাপত্তনমে এবং তৃতীয় ম্যাচটি হবে ২২ মার্চ চেন্নাইয়ের চিপকে।

ওয়ান ডে দল: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #India vs Australia, #Cricket

আরো দেখুন