রাজ্যে বাড়বে গরম, হাল্কা বৃষ্টির সম্ভাবনা, রইল পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিদায় শীত। রাজ্যজুড়ে সকাল থেকে কুয়াশার দাপট। আবার চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। শিবরাত্রির পরে রাজ্যে আর নতুন করে শীতের কামব্যাক করার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের তাপমাত্রা আগামী ৪-৫ দিনের মধ্যে বাড়বে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রিতে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই শহরে বাড়তে পারে গরম।
হাওয়া অফিস সূত্রে খবর, আকাশের মেঘলা ভাব কাটলেই দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাপিয়ে যেতে পারে। আজ ঘূর্ণাবর্তের জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও কলকাতায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সবজেলায় আবহাওয়া শুকনো থাকবে। সোমবার দার্জিলিং-কালিম্পং-এর কোনও কোনও অঞ্চলে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ বঙ্গে রাতের তাপমাত্রা তেমন কোনও হেরফের হবে না।