খেলা বিভাগে ফিরে যান

দিল্লিতে জয়, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কোথায় দাঁড়িয়ে রোহিতরা?

February 19, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তিন দিনে শেষ হয়েছে কোটলার লড়াই। জয় পেয়েছেন রোহিতরা। ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কার সিরিজে ইতিমধ্যেই ২-০-তে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।

ক্রমেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে এগোচ্ছে রোহিত-কোহলিরা। এই মুহূর্তে ৬৬.৬৬ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আজিরা। ৬৪.০৬ পয়েন্টে নিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।

অজিরা পরপর দুই ম্যাচ হারায়, ভারতের সঙ্গে তাদের ব্যবধান কমে এসেছে। শেষ ১৬টি টেস্টের মধ্যে ভারত ১০টিতে জয় পেয়েছে। ৬১.৬৬ থেকে বেড়ে ভারতের পয়েন্ট হয়েছে ৬৪.০৬। টানা দুই ম্যাচ হেরে অস্ট্রেলিয়া পয়েন্ট খুইয়েছে। ৭০.৮৩ থেকে ক্যাঙারুরা ৬৬.৬৬-তে নেমে এসেছে। আর একটা ম্যাচ ভারত জিতলেই তালিকায় শীর্ষে চলে যাবেন রোহিতা। ফলে সরাসরি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবেন রোহিতরা। বর্তমানে তালিকার নিরিখে অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা কার্যত নিশ্চিত।

তবে আগামী দুই টেস্টে জিততে হবে ভারতকে। কারণ পয়েন্ট তাকিলায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। মার্চ মাসে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ওই দুটি ম্যাচে জয় পেলে, তাদের পয়েন্ট দাঁড়াবে ৬০-এর বেশি। শ্রীলঙ্কা যদি দুটো ম্যাচই জেতে, তাহলে তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৬১.১১। অন্যদিকে, আসন্ন দুটি টেস্টের মধ্যে ভারত যদি একটিতেও জেতে তাহলে ভারতের পয়েন্ট হবে ৬১.৯২। ফলে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে চলে যাবে রোহিতরা। যদি চলতি সিরিজে বাকি দুই ম্যাচ ভারত হেরে যায়, তবে শ্রীলঙ্কার ফলাফলের উপর নির্ভর করবে রোহিতদের ফাইনাল খেলা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যদি ৩-০ বা ৪-০-তে সিরিজ জিতে নেয়, সেক্ষেত্রে শীর্ষ স্থানে থেকেই ফাইনালে যাবে রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

সিরিজের তৃতীয় ম্যাচটি হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ১ মার্চ থেকে শুরু হবে। চতুর্থ তথা শেষ ম্যাচটি শুরু হবে ৯ মার্চ থেকে। শেষ দুই ম্যাচে কি দাপট অক্ষত রাখবেন রোহিতরা নাকি ঘুরে দাঁড়াবে স্মিথ-কামিন্সরা, সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Australia, #Test Cricket, #India

আরো দেখুন