দেশ বিভাগে ফিরে যান

সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একগুচ্ছ প্রশ্ন, কিসের ইঙ্গিত দিচ্ছে?

February 20, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধী রাজনৈতিক দলগুলিকে প্রায়শই একটি অভিযোগ করতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ বক্তব্য রাখতে পছন্দ করেন, কিন্তু সেখানে তিনি বিরোধীদের করা অভিযোগ নিয়ে মন্তব্য করতে পছন্দ করেন না! সংসদে‍ও বিরোধীদের প্রশ্নের জবাব দিতে চান না।


এবার সামাজিক মাধ্যমে জনৈক ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন রাখলেন যা বিরোধীরা করে থাকেন। প্রশ্নগুলি হলো-
বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যেমন মনরেগায় পশ্চিমবঙ্গের প্রাপ্য কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না?

কেন্দ্রের ডিজিটালাইজেশনের ধাক্কাতে গ্রামীণ, দরিদ্র মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, বিষয়টি কেন্দ্র কীভাবে দেখছে?

বিবিসি’র দপ্তরে আয়কর ‘সমীক্ষা’ নিয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া কী, যখন একে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে?

পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থি মোকাবেলায় এবং ভ্যাকসিনের ঘটতি মেটাতে কেন্দ্র কী পরিকল্পনা নিয়েছে?

বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কেন্দ্র ঠিক কী পদক্ষেপ নিয়েছে?

এরপরই ওই ব্যক্তি তাঁর টুইটার পোস্টের শেষে লিখেছেন, আর করোর মনে কি অন্য কোনও ইস্যুতে বা বিষয়ে প্রশ্ন মাথায় আসছে, যা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান?


অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে সামাজিক মাধ্যমে নেটনাগরিকরা যে নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারকে ‘শক্ত’ প্রশ্নের সম্মুখিন করতে চলেছেন তাঁর ইঙ্গিত মিলতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#PM Modi, #politics, #Questions, #Narendra Modi, #Social Media

আরো দেখুন